মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় চার তরুণ প্রাণ হারিয়েছেন। সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে তারা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনা ঘটে বুধবার দিবাগত রাতের দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একজনের মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে একের পর এক চারজন ট্যাংকে নামলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়ক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা এবং চা-শ্রমিক পরিবারের সন্তান। আহত রবি বুনার্জী (২০) কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ জানান, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন এবং ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তারা খবর পান এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়।
চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এমন দুর্ঘটনা চা বাগানে সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বহিঃপ্রকাশ।
সবখবর/ নিউজ ডেস্ক