শিশু ধর্ষণ চেষ্টায় যুবকের পাঁচ বছরের কারাদন্ড

Manikganj

মানিকগঞ্জের সিংগাইরে শিশু ধর্ষণ চেষ্টায় আনার আলী (২৯) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম তানিয়া কামাল আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আনার আলী সিংগাইরের খাশেরচর গ্রামের মো: মোতালেব মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল দুপুরে সিংগাইরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় আনার। ঘটনার সাতদিন পর শিশুর বাবা আনারকে আসামী করে সিংগাইর থানায় মামলা করেন। পরে ওই বছরের ২৭ জুন পুলিশ আনারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে আসামী আনারকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আইজীবী একেএম নুরুল হুদা রুবেল এবং আসামী পক্ষে মো.আব্দুল আলীম ভূইয়া মামলা পরিচালনা করেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top