মানিকগঞ্জ জেলা থেকে বেকারত্ব দূরীকরণের অংশ হিসেবে শিবালয় উপজেলায় বেকারত্ব দূরীকরণ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার।
আজ দুপুরে শিবালয় উপজেলা চত্তরে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার তিন
এই কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন শিক্ষিত বেকার জরিপ কার্য্যক্রম শুরু করেছে। জব ফেয়ারে উপজেলার ১৭০০ তরুণ-তরুণী চাকরির জন্য আবেদন করেছেন। জব ফেয়ারে ৫০জন তরুণ-তরুণীকে জেলায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষিত বেকারদের চাকরি প্রদান করা হবে।
গত জুলাই মাস থেকে জরিপের মাধ্যমে শিক্ষিত বেকারদের নিবন্ধন করা হয়েছে। জেলার বিভিন্ন শিল্প কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানকে সাথে নিয়েই বেকারত্ব দূরীকরণ করা হবে।
সবখবর/ নিউজ ডেস্ক