ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রাণী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর। লিজ ট্রাস ছিলে তার শাসনামলে যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী।
১৯৫২ সালে তিনি যখন রাণী হিসেবে সিংহাসনে অধীন হন তখন উইনস্টন চার্চিল ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তার শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: রাণীর মৃত্যুতে বাকিংহাম প্যালেসের বাইরে জনসমুদ্র
অ্যান্থনি ইডেন ১৯৫৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৫৭ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত হ্যারল্ড ম্যাকমিলান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ডগলাস হোম ছিলেন ১৯৬৩ সাল থেকে ৬৪ সাল পর্যন্ত। এরপর এডওয়ার্ড হিথ ১৯৭০ সালে প্রধানমন্ত্রী হন। ১৯৭৪ সালে প্রধানমন্ত্রী পদে আবারও আসেন হ্যারল্ড। ১৯৭৬ সালে দায়িত্ব নেন জেমস ক্যালাঘান। ১৯৭৯ সালে যুক্তরাজ্যের সরকার প্রধানের দায়িত্ব পান প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। জন মেজর ১৯৯০ সালে এই পদে স্থলাভিষক্ত হন।
আরো পড়ুন: ব্রিটেনের রাণীর মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক
টনি ব্লেয়ার। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৭ সালে ব্লেয়ারের পরিবর্তে গর্ডন ব্রাউন দায়িত্ব নেন। ২০০৭ সালে প্রধানমন্ত্রী হন ডেভিড ক্যামেরন। ২০১৬ সালে ক্যামেরনের উত্তরসূরি থেরেসা মে এর পর ২০১৯ সালে প্রধানমন্ত্রী হন বরিস জনসন। গত মঙ্গলবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিজ ট্রাস।
সবখবর/ নিউজ ডেস্ক