মানুষ কি বোঝেনা যে আমাদের মাঝে সম্পর্ক নেই

শাকিব খান

ঢাকাই সিনেমার শাকিব খান ও বুবলী এখন দুই মেরুর বাসিন্দা। আগের মত নেই তাদের সম্পর্ক এমন গুঞ্জন সারা মিডিয়া অঙ্গনে। সেই কথারই ইঙ্গিত দিলেন শাকিব খান। বিচ্ছেদ না হলেও তাদের মধ্যে সম্পর্ক নেই। যে কোন দিন আসতে পারে তাদের বিচ্ছেদের খবর।

শাকিব খানের ভাষ্য, আমাদের দুজনের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, এটা কি মানুষ বোঝে না? বিষয়টি তো সবার এমনিতেই বোঝা উচিত। ৯ মাস আগে বুবলি যখন আমেরিকা থেকে আসে, তারপর থেকেই আমাদের কোন যোগাযোগ নেই। এর মানেটা কি জনে জনে গিয়ে বুঝিয়ে আসতে হবে।

শাকিব বলেন, আমি এখন এসব বিষয়টি নিয়ে কথা বলতে চাইনা। সময় হলে মানুষ এমনিতেই সব জানতে পারবে।  

আমি সন্তানের কথা আড়াল করতে বলিনি। বুবলি নিজেই ক্যারিয়ারের কথা ভেবে তা প্রকাশ করেনি। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরকে নিয়ে আগামীর পথে হাটতে চাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ‍জুলাই শাকিব খানের সাথে বিয়ে হয় শবনম বুবলীর । ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তানের জন্ম হয়।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top