আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কে এম বজলুল হক খান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি আসনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাতটি আসনে ২৩ জন সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছন।
আরো পড়ুন:জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন যুবলীগ নেতা জনি
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময়। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। এছাড়াও তফসিল অনুযায়ি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১৭ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সবখবর/ নিউজ ডেস্ক