মানিকগঞ্জে জহুরা হত্যার রহস্য উদঘাটন, র‌্যাবের হাতে আসামী ধরা

মানিকগঞ্জে চাঞ্চল্যকর জহুরা হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার মূলহোতা আব্দুস ছালামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ ভোরে সদর উপজেলার জাগীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস ছালাম (৫০) সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের কিতাব আলীর ছেলে।

র‌্যাব জানায়, ৮/১০ বছর আগে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর জহুরা বেগম মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে কাজ করতো। সম্প্রতি সবজি কিনতে গিয়ে জহুরার সাথে আব্দুস ছালামের পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তারা উভয়ের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। তাদের সম্পর্কের কথা পরিবারের কাছে বলে দেয়ার ভয় দেখিয়ে ছালাম জহুরার কাছ থেকে মাঝে মধ্যেই টাকা আদায় করতো। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর রাত পোনে দুইটার দিকে ছালাম টাকা দাবী করে জহুরাকে পানি উন্নয়ন বোর্ডের পূর্বপারে পরিত্যক্ত একটি কক্ষে দেখা করতে বলে। দেখা করতে গেলে ছালাম জহুরার সাথে জোড়পূর্বক শারিরিক সম্পর্ক করতে চায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে জহুরা অচেতন হয়ে পরে। পরে ছালাম কৌশলে জহুরার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, ঘটনার তিনদিন পর বিকালে স্থানীয়রা জহুরার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। র‌্যাব তথ্য প্রযুক্তি ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার রহস্য উদঘাটন পূর্বক ছালামকে গ্রেপ্তার করে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top