মাকে জবাই করে হত্যা করলো ছেলে

অর্থ-সম্পদ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক পাষন্ড ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত করুনা রানী ভদ্র (৬২) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। ঘটনায় পর থেকে ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মা ও ছেলের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই ভোর রাতে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতর মাকে গলা কেটে হত্যা করেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top