মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট

পুলিশের চেকপোস্ট

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে ঢাকামুখী যানবাহনে পুলিশের বসানো চেকপোস্টগুলোতে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

তবে পুলিশ বলছে, নিয়মিত কাজের অংশ হিসেবে চেকপোস্টগুলোতে এ ধরনের তল্লাশি চলছে।

ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বারোবাড়িয়া, নয়াডিঙ্গি, গোলড়া, বরংগাইল, আরিচা, পাটুরিয়া মোড় ও সিংগাইর উপজেলার ধল্লা ব্রিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে জেলা পুলিশের একাধিক টহল টিম।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top