ভাতা ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১০০ শতাংশ উৎসব ভাতাসহ একাধিক দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মানিকগঞ্জ জেলা শাখা।

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা, এবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তির আওতায় আনা এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রাথমিক শিক্ষার স্বীকৃতি দিয়ে তাদের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিক্ষার মানোন্নয়নে বেসরকারি শিক্ষকদের অবদান অপরিসীম। অথচ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

বক্তারা আরও জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান ভাতা দিয়ে শিক্ষকরা তাদের পরিবার নিয়ে চরম কষ্টে জীবন যাপন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top