ব্রিটেনের রাণীর মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

রাণী এলিজাবেথ

ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

তিনদিনের রাষ্ট্রিয় শোকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবনে শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।   

আরো পড়ুন: প্রেসিডেন্ট পদে লড়বেন না হিলারি ক্লিনটন

এ ছাড়া ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনও করা হবে বলে জানানো হয়েছে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি ৭০ বছর ব্রিটেনের রাজত্বে ছিলেন, যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫২ সালে রানি হিসেবে তিনি  দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সবখবর/ নিউজ

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top