বাস চাপায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর

Manikganj

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ইয়াসমিন (২৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

সোমবার বেলা দেড় টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত ইয়াসমিন তারাশিমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার কর্মী ছিলেন।

নিহত ওই গার্মেন্টস কর্মী সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস বেপারীর মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, দুপুরের খাবার বিরতির সময় গার্মেন্টস থেকে বের হয়ে রাস্তা পাড়ের সময় রোজিনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়িটিকে ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top