ফাইজুদ্দিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

র‌্যাব-৪

মানিকগঞ্জের শিবালয়ে চাঞ্চল্যকর ফাইজুদ্দিন বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামী আবু তালেবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

শনিবার ১২টার দিকে র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-৩ এর কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

গ্রেপ্তার আসামী আবু তালেব শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের কাচাবাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও একটি মেমোরী কার্ড জব্দ করা হয়।

আরো পড়ুন: গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার তিন

লে. কমান্ডার আরিফ হোসেন আরো জানান, ২০২২ সালের পহেলা অক্টোবর শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের ফাইজুদ্দিন বিশ^াসকে খুন করা হয়। জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে  এলোপাথাড়ি মারপিট ও তলপেটে লাথি মেরে গুরুতর আহত করে এবং হাসপাতালে নেয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এব্যাপারে মৃত ফাইজুদ্দিন বিশ্বাসের মেয়ে ঝর্ণা বেগম বাদী হয়ে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত প্রধান আসামী আবু তালেবকে শিবালয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top