আগামী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না হিলারি ক্লিনটন।
মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে পরাজিত হয়েছিলেন।
সাক্ষাতকারে হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি সরাসরি বিষয়টি নাকচ করে দেন। তিনি বলে আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করব না। তবে আমি যতদূর সম্ভব প্রেসিডেন্টের জন্য সবটুকু করব।
আরো পড়ুন: সহজ পদ্ধতিতে খরগোশ পালন
আরেক প্রশ্নের জবাবে হিলারি বলেন, আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য কোন ভাবেই যোগ্য নন। তিনি যদি নির্বাচন করেন তাহলে তার পরাজয় অনিবার্য়।
প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৬ সালে ট্রাম্পের কাছেই হেরেছিলেন হিলারি ক্লিনটন। আগামীতে যদি প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তার দিকেই সমর্থন থাকবে হিলারির।
সবখবর/ নিউজ ডেস্ক