পরিবেশ অধিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ

সরকারি

পরিবেশ অধিদপ্তর একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ১৩ টি পদের বিপরীতে মোট ২৭৫ জনকে নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটটিতে।

যেসব পদে প্রতিষ্ঠানটি নিয়োগ দিবে তা হলো- হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান, গবেষণাগার, উচ্চমান সহাকারী, ডাটা এন্ট্রি অপারেটর, নমুনা সংগ্রহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, প্রসেস সার্ভার, গাড়িচালক, অফিস সহায়ক ও ক্যাশ সরকার।

প্রতিষ্টানটিতে ১৩ টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৭৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুযায়ী পূরণ সাপেক্ষে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ভিন্ন কিছু পদের জন্য প্রার্থীদের কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  প্রার্থীদের সর্বনিন্ম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ পর্যন্ত এসব পদের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী প্রার্থীদের বেতন-ভাতা দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন   (http://doe.teletalk.com.bd) । প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদের জন্য ৫ ফেব্রুয়ারী পর্যন্ত আবেদন করতে পারবেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top