নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের পদ্মার পাড় ঘেঁষে দুর্গম হরিরামপুরে শুরু হলো স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়। ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগে চালু হয়েছে নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কার্যক্রম। দুই বছর মেয়াদি এই প্রকল্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন উপজেলার কয়েক হাজার মানুষ।
শুক্রবার বেলা ১২ টার দিকে ধুলসুরা গ্রামে এনসিডি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আইয়ুব খান।
এনসিডি প্রকল্প উদ্বোধনের পরপরই অর্ক ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপজেলার সহস্রাধিক রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করে।
এনসিডির প্রজেক্ট ম্যানেজার ডা. জান্নাতুল নাঈম বলেন, নন-কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি বলতে এমন ধরনের রোগ বোঝায়, যা একজন ব্যক্তি থেকে আরেক জনের মধ্যে সংক্রমিত হয় না। যেমন-হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, অ্যাজমা, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ প্রমুখ। এই রোগগুলো সাধারণত ধীরে ধীরে হয় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার দরকার হয়। ডেবোনেয়ার গ্রুপের সহায়তায় হরিরামপুর উপজেলার ধুলসুরা ইউনিয়নে এনসিডি কার্যক্রম চালু হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জরিপ করবেন এবং অসুস্থদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা।
স্থানীয় বাসিন্দা শামীমা বেগম জানান, আমরা পদ্মা পাড়ের মানুষ বছরের পর বছর ধরে অবহেলিত থেকেছি। এখানকার মানুষজন অনেক কষ্টে জীবন চালায়, আর স্বাস্থ্যসেবা তো একপ্রকার স্বপ্নের মতো ছিল। সরকারি হাসপাতাল আমাদের গ্রাম থেকে অনেক দূরে, আর সেখানে গেলেও কাঙ্ক্ষিত চিকিৎসা পাওয়া যায় না। অনেক ভিড়, সময় লাগে, আবার খরচও বেশি।
আব্দুর রহিম নামের এক ব্যক্তি জানান, ডেবোনিয়ার গ্রুপ যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শুধু একদিন নয়, তারা দুই বছর মেয়াদি যে এনসিডি প্রকল্প চালু করেছে, সেটা আমাদের জীবনে এক ধরনের আশীর্বাদ হয়ে এসেছে। এখন মনে হচ্ছে, অন্তত স্বাস্থ্য নিয়ে আর এতটা দুশ্চিন্তা করতে হবে না।
ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান বলেন, পদ্মাপাড়ের এই চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলিত। বিষয়টি আমাদের গভীরভাবে দৃষ্টিগোচর হয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই দায়বদ্ধতা থেকেই ডেবোনেয়ার গ্রুপ হরিরামপুর উপজেলার ধুলসুরাসহ আশপাশের এলাকায় দুই বছর মেয়াদি নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) প্রকল্প চালু করেছে।
তিনি আরো জানান, এই কার্যক্রমের আওতায় হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার, অ্যাজমাসহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত কয়েক হাজার মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও নিয়মিত ফলোআপ প্রদান করব। আমাদের লক্ষ্য, এই প্রকল্পের মাধ্যমে মানুষ শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্য সম্পর্কে সচেতনও হবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।