আগামীকাল শুক্রবার দেশের ৩৪ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা বীরত্ব। এই সিনেমায় অভিনয় করছেন ইমন, নবাগত নায়িকা নিশাত।
এছাড়াও চলচ্চিত্রটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুন।
এই সিনেমায় নিপুনকে দেখা যাবে একজন যৌন কর্মীর চরিত্রে। সিনেমাটির শুটিং হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে।
আরো পড়ুন:বিয়ের দিনই মা হতে চান রাখি
সুটিং এ নিপুণের সাজ ছিল আসল যৌনকর্মীদের মতই। সেখানে অবস্থান করা খদ্দেররা নিপুণকে সত্যিকারের যৌন কর্মী ভেবে এগিয়ে এসেছিলেন।
আরো পড়ুন:খোলামেলা থাকতেই পছন্দ করেন উর্ফি জাবেদ
জানা গেছে, চলচ্চিত্রে নিপুন একজন সুন্দরী যৌনকর্মী, যে কারণে সবাই থেকে কাছে পেতে যায়। শুটিং এর সময় তার সাথে যৌনপল্লীর আরো কিছু মেয়েরা ছিল। নিপুণ যখন আসল যৌনকর্মীদের সাথে দাঁড়িয়ে ছিলেন তখন কয়েকজন খদ্দের এগিয়ে এসেছিল।
সবখবর/ নিউজ ডেস্ক