নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস

নানা আয়োজনে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শহীদ স্মৃতিস্তম্ভ পাদদেশে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

এরপর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

পরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ পৌরসভা, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

দিনটি উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানেই নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

সবখবর/ সারাদেশ

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top