নানা আয়োজনে মানিকগঞ্জের ঘিওরে পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভোরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে স্মৃতিস্তম্ভের সামনে শোক র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা তেরশ্রী গ্রামে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন স্বাধীনতাকামী মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুরো গ্রাম ধ্বংস করে তারা।
২২ নভেম্বর ভোরে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা কালীমন্দির ঘিরে ফেলে, গ্রামবাসীদের ঘর থেকে বের হতে দেয়নি এবং গুলি চালিয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মাত্র ছয় ঘণ্টার অভিযানে ৪৩ জনকে হত্যা করে তারা। সেই বিভীষিকাময় দিনের স্মৃতি আজও এলাকাবাসীর মনে আতঙ্ক জাগায়।
২০১১ সালের ২২ নভেম্বর শহীদদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। তবে স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও তেরশ্রী গণহত্যা দিবসটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি।
আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তেরশ্রী গণহত্যা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা বলেন, এই দিবসটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সহায়তা করবে।
সবখবর/ নিউজ ডেস্ক