জানালার গ্রীল কেটে সাবেক ভাইস চেয়ারম্যানের বাড়িতে চুরি

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। 

আজ ভোরের দিকে পৌরসভার পশ্চিম সেওতা এলাকায় তার নিজ বাসভবনে এই চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পোনে ৫ লাখ টাকা নিয়ে যায়।

লুৎফর রহমান জানান, তিনতলা বাড়ির দোতলায় তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে বাস করেন। গতরাতে শ্বাশুড়ির চিকিৎসার কাজে স্বপরিবারে তিনি সাভারের একটি হাসপাতালে ছিলেন। সকালে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। 

তিনি আরো বলেন, জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি ভেঙ্গে ২৭ ভরি স্বর্ণ ও নগদ পোনে ৫ লাখ টাকা নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top