মানিকগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খালের সৌন্দর্য্যবর্ধনের কাজের মাটি চুরি করে বিক্রির দায়ে আব্দুল হালিম নামে এক খননযন্ত্রের চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
গত রবিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাউল সাবেরিন ভ্রাম্যমাণ আদালতে আব্দুল হালিমকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ মেজবাউল সাবেরিন জানান, শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খালের সৌন্দর্য্য বর্ধনের কাজ চলমান রয়েছে। খননযন্ত্র দিয়ে খালের মাটি স্তুপ করে রাখা হয়েছে দুই পাড়ে। রাতের আধারে একটি চক্র সেই মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে খননযন্ত্রের চালক আব্দুল হালিমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক হালিমকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
এব্যাপারে খাল সংস্কার ও রক্ষনাবেক্ষণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়- খালের মাটি খনন করে দুই পাড়ে রাখা হয়েছে। সেই মাটিগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। একটি চক্র রাতের আধারে নিজস্ব খননযন্ত্র দিয়ে আনুমানিক ৩০০/৪০০ ট্রাক মাটি চুরি করে নিয়ে গেছে। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবগত করলে পুলিশ একজনকে আটক করে । পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়েছে।
এব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, খালের মাটি ঠিকাদার ব্যতিত অন্য কারো নিয়ে যাওয়া বা বিক্রি করার কোন সুযোগ নেই। এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে সে ব্যাপারে তারা খেয়াল রাখবেন।