ঘুষ দূর্নীতির প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

মানববন্ধন

মানিকগঞ্জ আদালতের নেজারত, নকল শাখা ও রেকর্ডরুমের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ দূর্নীতি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

সোমবার দুপুরে আদালত চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে আইনজীবী মাহবুবুল ইসলাম, মতিউর রহমান আঙ্গুর, আতাউর রহমান, ইউনুছ আলী, আমিনুর রহমান বক্তব্য রাখেন।

আরো পড়ুন: লাখ টাকা বেতনের চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট

এসময় বক্তারা বলেন, মানিকগঞ্জ আদালতের নেজারত, নকল শাখা ও রেকর্ডরুমের কর্মকর্তা-কর্মচারীরা ঘুষ ছাড়া কোন কাজ করেন না। তারা একটি এফিডেভিট করতে সরকারি ফির বাইরে অতিরিক্ত ৩শ টাকা থেকে ৫শ টাকা আদায় করেন। ৫শ থেকে ১০০০ টাকা ছাড়া তারা কোন নকল সরবরাহ করেন না। রেকর্ড রুমেও তারা অতিরিক্ত টাকা নিয়ে কাজ করেন।

আরো পড়ুন: চারকেজি গাজাসহ র‌্যাবের হাতে ভাই-বোন গ্রেপ্তার

মানববন্ধনের আহ্বায়ক আইনজীবী মাহবুবুল ইসলাম বলেন, ওই সকল অসাধু কর্মকর্তা-কর্মচারীদের এমন কর্মকান্ডের ফলে সাধারণ মানুষের মামলার খরচ অনেক বেড়ে যায়। চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট উৎপল ভট্টচার্য ওপেন কোর্টে অভিযোগটি শুনেছেন। তিনি আইনজীবীদের বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top