ঘিওরে তীব্র স্রোতে ধসে গেছে কুস্তা ব্রীজ

ঘিওর কুস্তা ব্রিজ

মানিকগঞ্জের ঘিওরে গত কয়েকদিনের টানা বর্ষণে ইছামতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে স্রোতের তরে ধ্বসে গেছে কুস্তা ব্রীজের একাংশ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পরেছে ঘিওর- দৌলতপুর উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ।

আরো পড়ুন:মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের তালিকা

জানা গেছে, এই ব্রীজ দিয়েই ঘিওরের হাট বাজারে যাতায়াত করে দুই উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার মানুষ। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে স্থানীয় ব্যাবসায়ি, কৃষকসহ সাধারণ মানুষ। ব্রীজের অপর প্রান্তে আটকা পরেছে উপজেলা খাদ্য গুদামের কয়েকটি ট্রাক।

আরো পড়ুন: মানিকগঞ্জে ৫ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

শুক্রবার সকাল থেকে ব্রীজটি মেরামতে কাজ চলছে। আগামীকালের মধ্যে ব্রিজটি চলাচল উপযোগী করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

আরো পড়ুন:নিপুণকে সত্যিকারের যৌনকর্মী ভেবেছিল খদ্দেররা

স্থানীয়রা জানিয়েছেন, ব্রীজটি বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। বিশেষ করে এই হাটে কৃষিপন্য নিয়ে আসা কৃষক, ব্যবসায়ি, স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top