গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম ফারহান ইশতিয়াকের আদালতে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে শাহআলী থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
আরো পড়ুন: প্রশাসনে আসছে বড় রদবদল
এ মামলার আসামির মধ্যে রয়েছেন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪ টায় গ্রামীণ ব্যাংকের মিরপুর-২ হেড অফিস থেকে আগত একদল কর্মকর্তা গ্রামীণ টেলিকমের মিরপুর-১ চিড়িয়াখানা রোডের অফিসে প্রবেশ করে। এখানে তারা কোম্পানির মূল্যবান নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষতিসাধন করেন, যার ফলে গ্রামীণ টেলিকমের ব্যবসায়িক ক্ষতি হয়।
এছাড়া, গত ১০ নভেম্বর গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরীও গ্রামীণ টেলিকম ভবন দখলের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেন, যা আদালত শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।