গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ

গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এ কর্মসূচির সূচনা হয়। বিক্ষোভ মিছিলটি ইদারাতুল উলুমিন ইসলামি মাদ্রাসা ও এতিমখানার সামনে থেকে শুরু হয়ে হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেভাবে নারী ও শিশুসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা জাতিসংঘ ও ওআইসির প্রতি আহ্বান জানান, যেন এই নিষ্ঠুরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয় এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে বিশ্ব মুসলিম সমাজ ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়।

এক বক্তা বলেন, “ফিলিস্তিনের ভাই-বোনদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা সভ্যতার মুখে চপেটাঘাত। আমরা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম (সৌদি আরব) মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক লিটন আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মৃধা, এবং সাংগঠনিক সম্পাদক মুকবল হোসেনসহ এলাকার সাধারণ জনগণ।

এলাকাবাসী জানান, ভবিষ্যতেও ফিলিস্তিনের পক্ষে এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top