ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালঙ্কার লুট

সোনা

ক্রেতা সেঁজে অভিনব কায়দায় জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে দুই প্রতারক।

বুধবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজারের স্বর্ণ অলংকার নিকেতন নামের দোকানে এ ঘটনা ঘটে।

জুয়েলারি দোকান মালিক নান্টু সরকার বলেন, সকাল ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে এক যুবক ওই দোকানে আসে। এসময় তারা দোকানে ঢুকে স্বর্ণের চেইন দেখতে চায়। আমার দোকানে চেইন না থাকায় পাশের দোকান থেকে ৫ ভরি ওজনের ৭টি চেইন এনে তাকে দেখানো হয়। এসময় ওই যুবক ভিডিও কলে তার স্ত্রীকে চেইন দেখানোর কথা বলে দোকানের বাইরে যায়। পরে ওই যুবক কৌশলে বাইরে অপেক্ষায় থাকা তার সহযোগীর মোটরসাইকেলে করে সেখান থেকে পালিয়ে যায়। ওই স্বর্ণের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, স্বর্ণালংকার নেয়ার ঘটনায় এখানো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top