কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

RAB-4

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঞ্চল্যকর স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি যৌথ টিম।

আজ শুক্রবার বেলা ১১টায় মানিকগঞ্জ র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গত মঙ্গলবার বিকেলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্বপন মিয়া। পরে রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মা বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার প্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার হাজী ক্যাম্প রোড এলাকা থেকে প্রধান আসামি বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিল্লাল মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার মৃত রুপচান মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, নিহত স্বপনের সঙ্গে আসামি বিল্লাল মিয়ার দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দেবে। এ অনুযায়ী ডোবা ভরাটের কাজ চলাকালে মাটির বদলে ময়লা আবর্জনা ও বাঁশ-কাঠ ব্যবহার করছিল বিবাদীরা।

এ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্বপনের চাচা ফানু মিয়া এবং তার ভাবী প্রতিবাদ করেন। তখন বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ ও মারধর শুরু করে। পরে স্বপন ঘটনাস্থলে উপস্থিত হলে বিল্লাল মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে স্বপনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করেন।

মারাত্মক রক্তক্ষরণের ফলে হাসপাতালে নেওয়ার আগেই স্বপন মারা যান। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল বলে জানান চিকিৎসক।

ঘিওর থানার ওসির বরাত দিয়ে র‌্যাব জানায়, এই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এমন নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন ভিকটিমের স্বজন ও স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা অপরাধীদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top