চট্টগ্রামে এফভি মাগফেরাত নামের একটি ফিশিং জাহাজডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীতে ইছানগর গ্রামের সি রিসোর্স কোম্পানির জেটি এলাকায় এই ঘটনা ঘটে।
জাহাজডুবির ঘটনায় অন্তত ৬ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
আরো পড়ুন: ১০ বছর পর পাকিস্তানে মালালা
কর্ণফুলী সদরঘাট নৌ-থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ জানান, রাতে জাহাজের সংস্কার কাজের জন্য সি রিসোর্স কোম্পানির ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বয়ার সঙ্গে ধাক্কা লাগে ওই জাহাজটির। এতে জাহাজের ভেতরে পানি ঢুকে অল্প সময়ের মধ্যে জাহাজটি নদীতে তলিয়ে যায়। পরে জাহাজে থাকা একজন অতিথি ও ৯ জন নাবিককে জীবিত উদ্ধার করা গেলেও এখনো জাহাজের ক্যাপ্টেনসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।
আরো পড়ুন: ১২ বিঘা জমিতে মোনায়েমের পেঁপে বিপ্লব
নিখোঁজ ব্যক্তিরা হলেন, ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, গ্রিজার প্রতিফ বাবু, সহকারী প্রকৌশলী জহির, কর্মকর্তা সাইফুল, ডক মাস্টার রহমত। অপর দুই জনের নাম জানা যায়নি।
নিখোঁজদের উদ্ধারে যৌথভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সবখবর/ নিউজ ডেস্ক