ইসলামী ছাত্রআন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান মুজাহিদ-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি খাইরুল আহসান মারজান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সভাপতি হাফেজ শহিদুল্লাহ, মুজাহিদ কমিটি মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, এবং সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে অন্যায়, দুর্নীতি, ঘুষ এবং অবিচার নির্মূল হবে, এবং মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারবে।”

সম্মেলন শেষে, ইসলামী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মিজানুর রহমান মুজাহিদ, সহ সভাপতি হয়েছেন মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ঈমন মিয়া।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top