হিজরি সন হলো ইসলামী চন্দ্র পঞ্জিকায় ব্যবহৃত সাল যার প্রথম বছর শুরু হয় ৬২২ খ্রিষ্টাব্দে। সেদিন হযরত মুহাম্মদ (স.) ও তার সাহাবীরা মক্কা থেকে ইয়াসরিবে (বর্তমানে মদিনা) দেশান্তরিত হন।
বিশ্বে বর্ষ গণনার প্রধান দুটি উৎস সৌরবর্ষ ও চন্দ্রবর্ষ। হিজরি সন ২৪ বা ৫৫ দিনে হয়, বাংলা সন ৩৬৫ দিনে হয়। পৃথিবী গােল হওয়ার কারণে এবং আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলে চাঁদের আবির্ভাব ও তিরােধান বড়ই স্পর্শকাতর ও রহস্যময়।
দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে যেকোনাে সময় চাঁদের প্রতিপদ (জন্মলগ্ন লাগতে পারে, আর এ
প্রতিপদ লাগার ২০/২২ ঘণ্টা পরে অল্প সময়ের জন্য চাদের-উদয়’ হয়। যার ফলশ্রুতিতে মােট চন্দ্রবর্ষ সৌরবর্ষ থেকে কয়েকদিন কম হয়।
সবখবর/ নিউজ ডেস্ক