১০ বছর পর পাকিস্তানে মালালা
১০ বছর নিজ জন্মভূমি পাকিস্তান পৌছেছেন মালালা ইউসুফজাই। তালেবান হামলার পর গতকালই তিনি পাকিস্তান যান। পাকিস্তানে বন্যায় বিপর্যস্ত মানুষের সঙ্গে দেখা করবেন সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী। মালালার সাথে তার মা-বাবাও রয়েছেন। তাঁদের এ সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা …