অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় মানিকগঞ্জের পুলিশ সুপার মো: বশির আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: নাজমুল হাসান, ডিএসবির ডিআইও-১ মির্জা আবূল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সিআইডি, পিবিআইসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসাররা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ সুপার মো: বশির আহমেদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সবখবর/ নিউজ ডেস্ক