অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি

অগ্নিকান্ড

আর এস দীপু, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারের সেন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানিয়েছেন, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ওই মার্কেটের তুহিন কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর, সার ডিলার মোবারক হোসেনের সার ও কীটনাশক বিপণন কেন্দ্র, অমিত সেনের মোবাইল ও জুতার দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে করে ওই ব্যবসায়িদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: সেলিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই মার্কেটের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
error: Content is protected !!
Scroll to Top